November 2, 2024, 11:36 pm
ধুলিহর প্রতিনিধি :আজ ২২ আগস্ট বৃহঃবার সাতক্ষীরা সদর উপজেলার ৮নং ধুলিহর ইউনিয়নের ধুলিহর-মাটিয়াডাঙ্গা সড়কের মধ্যবর্তি গোবিন্দপুর মৃত সন্তোষ নাথ মুহুরির বাড়ি সংলগ্ন কালভাটের পশ্চিম-দক্ষিন পাশের রাস্তার ৫টি মেহগুনি গাছ সরকারি নির্দ্দেশনা ছাড়া বিক্রয় করেছেন দহকুলা গ্রামের মোঃ জিয়া (৪০) পিতাঃ মোঃ আজিমুদ্দিন, যার আনুমানিক বিক্রয় মুল্য ৫০ হাজার টাকা বেশি।
বিষয়টি ধুলিহর ইউনিয়নের ২নং ওয়াডের মেম্বর মোঃ মিনহাজ মোরশেদের কাছে জানালে সাথে সাথে ঘটনা স্থলে গিয়ে কাজ বন্ধ কর দিয়ে বলেন বিষয়টি উদ্ধোতন জানালে যে সিন্ধান্ত নিবে সেটাই হবে। ইতোমধ্যে গাছ ক্রেতা ধুলিহর সাহেববাড়ি মোড় সংলগ্ন ছ-মিল মালিক পোনাপ দাস, (৫৫) পিতা হরিদাস, ক্রয়কৃত ৫ টি গাছের মধ্যে ৩টি গাছের গোড়া কেটে ফেলেছেন, একটি গাজ তার ছ-মিল পযন্ত নিয়ে গেছেন।
Leave a Reply