February 12, 2025, 7:45 pm
আব্দুর রহিম, আলিপুর প্রতিনিধ :সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর চারা বটতলা বাইতুন নূর জামে মসজিদের সামনে বাসের ধাক্কায় মাহেন্দ্র উল্টে দু জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শিতা জানান, কালিগঞ্জ থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস এবং একই দিক থেকে ছেড়ে আসা চায়না বাংলা ফুড এর একটি মহেন্দ্রার কে সজরে ধাক্কা দিয়ে বাসটি পালিয়ে যায়। ঘটনাস্থলে মহেন্দ্র টি উল্টে যায়, মহিন্দরের ভিতরে থাকা দুইজন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তাদের দুজনের ভিতর থেকে একজনের অবস্থা আশঙ্কাজনক। এই রিপোর্ট লেখা পর্যন্ত তাদের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।
Leave a Reply