February 8, 2025, 7:22 pm
মোঃ রাশেদ রেজা:সারা দেশের ন্যায় সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন উপলক্ষে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে।
১৬ জুলাই রবিবার সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজন করা হয়। আন্দোলনের অংশ হিসেবে সাধারণ শিক্ষার্থীরা বেলা ১১ টার দিকে সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে খুলনা রোড মোড় অভিমুখ পর্যন্ত মিছিল বের করে।যার পরিপেক্ষিতে উক্ত রোডে ১ঘন্টা যান চলাচল বন্ধ থাকে এবং রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা সর্বক্ষেত্রে কোটা ব্যবস্থার সংস্কারে দাবি জানান। তারা আরো বলেন, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
Leave a Reply