March 23, 2025, 3:34 am
ইব্রাহিম খলিলুল্লাহ, সদর প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার মেডিকেল কলেজ হাসপাতাল বাইপাস সড়কে আজ সকাল সাড়ে ১১ টার সময় ইজিবাইক ছিনতাই করার চেষ্টা করে এক ছিনতাইকারী(৩০) । তার বাসা যশোরে। পুলিশ পরিচয়ে ইজিবাইকে উঠে । চালকের (৪৫)বাসা সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের দেবনগর গ্রামে। কিছুদুর যেতেই ইজিবাইক চালককে বলেন আপনাকে আটক করা হলো, এখন থানায় চালান দেওয়া হবে , চালক যেতে না চাইলে চালককে জোর পূর্বক তার মোবাইল মানিব্যাগ কেড়ে নেয়, বলা হয় পাঁচ হাজার টাকা দিলে ছেড়ে দিবে ।চালক টাকা দিতে অস্বীকৃতি জানালে ছিনতাইকারী ইজিবাইক চালককে পেছনে বসিয়ে নিজে চালাতে থাকে। এক পর্যায়ে বকচরা মাছ বাজার বাইপাস সড়কের এখানে এসে ইজি বাইক চালক গাড়ির তার টানদিয়ে ছেড়ে দেয় ফলে নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকটি রাস্তার বাম পাশে মেরে দেয়। এসময় স্থানীয়দের সহায়তায় ছিনতাইকারীকে ধরতে সক্ষম হয়। স্থানীয়দের ফোন কলে এ সংবাদ পেয়ে সাতক্ষীরা সদর থানার দারোগা এসে ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হয় এবং ইজিবাইক চালককে থানায় নিয়ে যায়।
Leave a Reply