November 10, 2024, 9:48 am
মাসুদুর রহমান সুরুজ, পাটকেলঘাটা প্রতিনিধি ঃ
তালার পাটকেলঘাটা আজিজ কমপ্লেক্সের স্বত্বাধিকারীর ভাই ওয়াদুদ মোল্যার স্ত্রী মোওলুদা বেগম (৭০)ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে স্টোক জনিত কারণে সরুলিয়া ইউনিয়নের বড়বিলা গ্রামে নিজ বাস ভবনে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।
তার বড় ছেলে আলিম জানান,রাতে আমার মা কুরআন পড়া অবস্থায় মৃত্যু বরন করেন।
মৃত্যুকালে তিনি,৩ ছেলে ৪ মেয়েসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে যান। শুক্রবার সকাল ১০ টায় জানাজা পুর্বে বক্তব্য রাখেন সরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাষ্টার আঃ হাই, বড়বিলা দাখিল মাদ্রাসার সুপার মো আইয়ুব আলী, মাওলানা রেজাউল করিম,তালা উপজেলা আমীর মাওলানা মফিদুল্লাহ। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর তালা উপজেলা আমীর মাওলানা মফিদুল্লাহ।
শোক বিবৃতিতে তিনি বলেন, ওয়াদুদ মোল্যার স্ত্রী মোওলুদা বেগম এলাকায় একজন আদর্শবান নারী হিসেবে পরিচিতি ছিলেন। তাঁর মৃত্যুতে তালা উপজেলা জামায়াতের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। একইসঙ্গে তাঁর পরিবার-পরিজনসহ সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
Leave a Reply