November 11, 2024, 10:15 am
শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা : আইন সহায়তা কমিটি ও প্রাসঙ্গিক স্থায়ী কমিটি সক্রিয় করতে উপজেলা পর্যায়ে ত্রিমাসিক লবি মিটিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় সাতক্ষীরা পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ে আরা’র বাস্তবায়নের ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় উক্ত মিটিং অনুষ্ঠিত হয়। পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মশিউর রহমান বাবু। এসময় উপস্থিত ছিলেন আরা এর নির্বাহী পরিচালক শেখ আবুল কালাম আজাদ প্রমুখ । মিটিং ২০ জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহন করেন।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রজেক্ট কোর্ডিনেটর আব্দুর রশিদ।
Leave a Reply