December 5, 2024, 10:07 pm
মোস্তাকীম হোসাইন,ধুলিহর: সাতক্ষীরা সদর উপজেলা ৮ নং ধূলিহর ইউনিয়ন ৭ নং ওয়ার্ডের জাহানাবাজ গ্রাম সংলগ্ন আন্দারমানিক বিলে ঘোড়া দৌড় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।২৪ জুন সোমবার বিকাল ৩ টায় জাহানাবাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার মোঃ আসাদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুলিহর ইউনিয়ন পরিষদের স্বনামধন্য চেয়ারম্যান আলহাজ্ব মো.মিজান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ নাম্বার ওয়ার্ড ইউপি সদস্য মোহাম্মদ আলমগীর হোসেন(মন্টু), বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শংকর কুমার সাহা, “দৈনিক খুলনা” পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি মো.হাসান হাদী,৮নং ওয়ার্ড ইউপি সদস্য মো.ফারুক হোসেন মিঠু ৭নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোঃ লিয়াকাত হোসেন ও সদর যুবলীগের সদস্য মো.আক্তরুল ইসলাম প্রমুখ ব্যক্তিবর্গ।
প্রতিযোগিতা শেষে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
ঘোড়া দৌড় প্রতিযোগীতায় ২১পয়েন্ট পেয়ে প্রথম স্থান অধিকার করেছে নুনগোলা রুহুল আমিনের ঘোড়া,১৬ পয়েন্ট পেয়ে দ্বিতীয় হয়েছে চাঁদপুর মো.টুটুল ইসলামের ঘোড়া,৯পয়েন্ট পেয়ে তৃতীয় হয়েছে কোমরপুর মো.মিনহাজ বাবুর ঘোড়া,৬ পয়েন্ট পেয়ে চতুর্থ হয়েছে নুনগোলার মো.আছাদুল ইসলামের ঘোড়া, ৫ পয়েন্ট পেয়ে পঞ্চম হয়েছে মো.শহিদুল ইসলামের ঘোড়া সহ মোট ৮টি ঘোড়া এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
অতিথি তার বক্তব্যে বলেন, ঘোড়া দৌড় প্রতিযোগিতা সুস্থ বিনোদনের একটি অংশ।যুবসমাজকে মাদক এবং অন্যান্য অপরাধ কর্মকাণ্ড থেকে বিরত রাখতে পারে এমন সামাজিক অনুষ্ঠান বলে মনে করেন তিনি।
সার্বিক অনুষ্ঠান সাবলীল ভাষায় সঞ্চালনা করেন বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব মো. আব্দুল্লহ আল মামুন
Leave a Reply