June 21, 2025, 1:53 pm
রুহুল কুদ্দুস,ধুলিহর প্রতিনিধি: ব্রক্ষ্মরাজপুর ইউনিয়ন পরিষদে শিশু সুরক্ষা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২৩ জুন সাতক্ষীরা সদর উপজেলার ব্রক্ষ্মরাজপুর ইউনিয়ন পরিষদের হল রুমে ময়না খাতুন এর সভাপতিত্বে ইউনিয়ন পারিবারিক বিরোধ, নারী ও শিশু সুরক্ষা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রক্ষ্মরাজপুর ইউনিয়নের সুনাম ধন্য চেয়ারম্যান মো: আলাউদ্দীন ঢালী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব মো আমিনুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য বৃন্দ ও পারিবারিক বিরোধ নিষ্পত্তি নারী ও শিশু সুরক্ষা কমিটির সদস্য বৃন্দ। এ সময় সভাপতি তার বক্তব্যে বলেন, শিশুরা হলো আগামী দিনের ভবিষ্যৎ সুতরাং শিশুদেরকে সর্বচ্চো নিরাপত্তা প্রধান করতে হবে তা হলে সমাজে অপরাধ বেড়ে যেতে পারে তারা সকলে মিলে একটা পরিকল্পনা তৈরি করেন তাতে লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধ করতে হবে সরকারি সেবা সমুহ পাওয়ার অধিকার নিশ্চিত করতে হবে এসময় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর কারিগরি সহায়তায় ও গ্লোবাল এ্যাফেয়ার্স অর্থায়নে উত্তরণের বাস্তবায়নে ইয়ুথ এ্যাম্পাওয়ার্ড প্রোজেক্ট এলাকায় যে সমস্ত কার্যক্রম বাস্তবায়ন করছে তার প্রতি বিশেষ গুরুত্বারোপ করেন।আরো উপস্থিত ছিলেন উত্তরণের কমিউনিটি ফ্যাসিলিটেটর ইলিয়াস হোসেন ।
Leave a Reply