December 5, 2024, 10:46 pm
শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা:
সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২২ জুন বিকালে জেলা ফুটবল রেফারি এসোসিয়েশনের আয়োজনে ফুটবল রেফারি এসোসিয়েশনের পক্ষ থেকে সদর ২ আসনের সংসদ সদস্য আশরাফুজামান আশু, সংরক্ষিত নারী ১৩ আসেনর সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান বাবু, সাবেক ফিফা রেফারি ও কালিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইকবাল আলম বাবলুকে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার সজীব খানের সভাপতিত্বে ও সাবেক ফিফা রেফারি ও জেলা ফুটবল রেফারি এসোসিয়েশন সাধারণ সম্পাদক তৈয়ব হাসান এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোমেন খান সান্টু,জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মুক্তি,জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মীর তাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক সাইদুর রহমান শাহিন,নির্বাহী সদস্য শেখ হেদায়েতুল ইসলাম,নির্বাহী সদস্য ইকবাল কবির খান বাপ্পি,জেলা ফুটবল রেফারি এসোসিয়েশনের সহ সভাপতি রফিউল ইসলাম খান, দপ্তর সম্পাদক পিপুল খান, জেলা ধারাভাষ্যকার ফোরামের সভাপতি অলিউল ইসলাম সহ জেলা ক্রীড়া সংস্থা,জেলা ফুটবল এসোসিয়েশন, জেলা রেফারি এসোসিয়েশনের সদস্য বৃন্ধরা।
Leave a Reply