February 12, 2025, 9:14 pm
রুহুল কুদ্দুস,ধুলিহর প্রতিনিধি :- সাতক্ষীরা সদরের ৮নংধুলিহর ইউনিয়ন পরিষদে আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর ভিজিএফ খাদ্যশস্য (চাউল) বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। প্রধানমন্ত্রীর ভিজিএফ খাদ্যশস্য (চাউল) বিতরণ কার্যক্রম কর্মসূচি দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রনালয়ের বাস্তবায়নে ১৪ জুন ২০২৪ ইং শুক্রবার সকাল ৮টায় ধুলিহর ইউনিয়ন পরিষদে ১০কেজি হারে ভিজিএফ খাদ্যশস্য (চাউল) বিতরণ কার্যক্রম শুরু হয়।
৮নং ধুলিহর পরিষদের চেয়ারম্যান, আলহাজ্ব মিজান চৌধুরীর সভাপতিত্বে অসহায় ও দারিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর ভিজিএফ খাদ্যশস্য (চাউল) বিতরণ কার্যক্রম শুরু হয়।
এসময় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মিজান চৌধুরী শুভেচ্ছা বক্তব্যে বলেন, আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা মুসলমানদের জীবনে এক ত্যাগের মহিমা নিয়ে আসে। সমাজে একটি অংশ রয়েছে যাদের কাছে ঈদ-আনন্দ মানেই হলো বেঁচে থাকার লড়াই। দু’বেলা খাওয়ার সংগ্রাম। আজও রয়েছে দুঃখী মানুষের ভিড়। আমরা কি পারি না- তাদের দুঃখ লাঘবের চেষ্টা করতে। তাদের মুখে একটু হাসি ফোটাতে।
এসময় উপস্থিত ছিলেন ধুলিহর ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্যগণ ও গ্রাম পুলিশসহ বিভিন্ন রাজনৈতিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ।
এসময় ইউনিয়নের প্রতিটা ওয়ার্ড থেকে ইউনিয়ন পরিষদে শত শত মানুষের ঢল পরিলক্ষিত হয়। পুরুষ ইউপি সদস্যগণ স্ব স্ব ওয়ার্ডের জনগণের মাঝে নিজেদের উপস্থিতিতে গ্রাম পুলিশদের সহযোগিতায় ইউনিয়ন পরিষদে প্রধানমন্ত্রীর ভিজিএফ’র ঈদ উপহারের খাদ্যশস্য(চাউল) বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।
Leave a Reply