February 12, 2025, 8:27 pm

সাতক্ষীরা সদরের ৬নং ভোমরা ইউনিয়ন পরিষদে ঈদুল আযহা উপলক্ষ্যে ভিজিএফ এর চাউল বিতরণ

সাতক্ষীরা সদরের ৬নং ভোমরা ইউনিয়ন পরিষদে ঈদুল আযহা উপলক্ষ্যে ভিজিএফ এর চাউল বিতরণ

মোঃ আরিফ হোসেন রনি(সাতক্ষীরা)ভোমরা প্রতিনিধি :- সাতক্ষীরা সদরের ৬নং ভোমরা ইউনিয়ন পরিষদে আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে ভিজিএফ খাদ্যশস্য (চাউল) বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। প্রধানমন্ত্রীর ভিজিএফ খাদ্যশস্য (চাউল) বিতরণ কার্যক্রম কর্মসূচি দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর  ও ত্রাণ মন্ত্রনালয়ের বাস্তবায়নে ১৪ জুন শুক্রবার সকাল ৮টায় ভোমরা ইউনিয়ন পরিষদে ১০কেজি হারে ভিজিএফ খাদ্যশস্য (চাউল) বিতরণ কার্যক্রম শুরু হয়।

৬নং ভোমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মোঃ ইসরাইল গাজীর সভাপতিত্বে অসহায় ও দারিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর ভিজিএফ খাদ্যশস্য (চাউল) বিতরণ কার্যক্রম শুরু হয়।
এসময় ইউপি চেয়ারম্যান মোঃ ইসরাইল গাজী শুভেচ্ছা বক্তব্যে বলেন,“ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ। আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা মুসলমানদের জীবনে এক আনন্দের বার্তা নিয়ে আসে। সমাজে একটি অংশ রয়েছে যাদের কাছে ঈদ-আনন্দ মানেই হলো বেঁচে থাকার লড়াই। দু’বেলা খাওয়ার সংগ্রাম। আজও রয়েছে দুঃখী মানুষের ভিড়। আমরা কি পারি না- তাদের দুঃখ লাঘবের চেষ্টা করতে। তাদের মুখে একটু হাসি ফোটাতে। নতুন পোশাক বা ঈদের অন্য আনন্দগুলো তাদের সাথে ভাগাভাগি করে নিতে। সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান বিত্তবান ও সামর্থ্যবানদের।ঈদের আনন্দ সকল মানুষের মাঝে ভাগাভাগি করে নিতে আমাদের এই মহৎ আয়োজন। তিনি আরো বলেন, চাউল বিতরণ কার্যক্রম কর্মসূচি ঈদের পূর্বে সারাদেশ ব্যাপী ইউনিয়ন পরিষদে পালন করা হচ্ছে। তারই ধারাবাহিতায়  ১৪ জুন২০২৪ তাং শুক্রবার ভোমরা ইউনিয়ন পরিষদ,সাতক্ষীরা’র পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ভিজিএফ’র ঈদ উপহারের খাদ্যশস্য (চাউল) বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ভোমরা ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্যগণ ও গ্রাম পুলিশসহ বিভিন্ন রাজনৈতিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ।
এসময় ইউনিয়নের প্রতিটা ওয়ার্ড থেকে ইউনিয়ন পরিষদে শত শত মানুষের ঢল পরিলক্ষিত হয়।
এসময় পুরুষ ইউপি সদস্যগণ স্ব স্ব ওয়ার্ডের জনগণের মাঝে নিজেদের উপস্থিতিতে গ্রাম পুলিশদের সহযোগিতায় ইউনিয়ন পরিষদে প্রধানমন্ত্রীর ভিজিএফ’র ঈদ উপহারের খাদ্যশস্য(চাউল) বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 satkhirachitra.com
Design & Developed BY CodesHost Limited