March 18, 2025, 11:53 pm
মোস্তাকীম হোসাইন, ধুলিহর:
সাতক্ষীরা সদর উপজেলার ১৪ নং ফিংড়ী ইউনিয়নের এল্লারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম তলার ছাদের ঢালাই এর উদ্বোধন হয়েছে। ১২ই জুন বুধবার সকাল ৮:৩০ মিনিটের সময় এই ঢালার কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি এবং স্বনামধন্য ঠিকাদার শেখ আ. রশিদ।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাছুম,এল.জি.ই.ডি অধিদপ্তরের প্রকৌশলী ইয়াকুব আলি,সহকারী প্রকৌশলী মো.আব্দুল আলিম হোসেন, ১৪ নং ফিংড়ি ইউনিয়নের ১নং নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং সদস্য সচিব মো. রেজাউল হক, সভাপতি মো. এমদাদুল ইসলাম,সেক্রেটারি মো.রেজাউল করিম, সাবেক সভাপতি মোঃ খলিলুর রহমান,সহকারী শিক্ষক শেখ আ.জলিল,মো. শাহজান আলী,মো. কামরুজ্জামান, মোছা. শারমিন সুলতানা।
অন্যান্য স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন মো.মিজানুর রহমান, মো. রুহুল আমিন, সাজ্জাদ হোসেন, মোহাম্মদ আব্দুর রাজ্জাক খান, মো. এবাদুল সানা, মো. মুজিবর রহমান প্রমুখ ব্যক্তিবর্গ।
ঠিকাদারি প্রতিষ্ঠান এস.এম আবুল বাশার ট্রেডার্স প্রো: আলহাজ্ব মো.আবুল বাশারের পক্ষে সার্বিক কাজের দায়িত্বে আছেন মো. ইকবাল হোসেন এবং মো.জালাল উদ্দিন ।
প্রধান অতিথি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাজারো উন্নয়নের একটি ক্ষুদ্রতম অংশ আজকের এই কর্মযজ্ঞ।
প্রধান অতিথির কাছে ম্যানেজিং কমিটি এবং প্রধান শিক্ষকের দাবি স্কুলের সীমানা প্রাচীর, শিক্ষক- শিক্ষার্থীদের জন্য আধুনিক ওয়াস ব্লক স্থাপন।
Leave a Reply