March 18, 2025, 11:26 pm

আওয়ামী লীগের দলীয় ভোট সমানে ৪ ভাগ, জাতীয় পার্টির দলীয় ভোটে একক প্রার্থী।

আওয়ামী লীগের দলীয় ভোট সমানে ৪ ভাগ, জাতীয় পার্টির দলীয় ভোটে একক প্রার্থী।

মোহাম্মদ (মুন্সী):
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপে সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচন আগামী ২৯শে মে। তারিখ ঘোষণার পর থেকে প্রার্থীরা নিজ নিজ প্রচার প্রচারণায় ব্যাস্ত সময় পার করছে রাত দিন।এদিকে (বিএনপি জামায়াত) ভোট বর্জন কারায় ভোটার উপস্থিতির সংখ্যা উড়িয়ে দিয়ে,নিয়মিতই ৫ জন চেয়ারম্যান প্রার্থীরা ভোটারদের দুয়ারে দুয়ারে ছুটছেন সকাল সন্ধ্যা। আওয়ামী লীগ সমর্থিত চেয়ারময়ান প্রার্থী সাবেক ভাইস চেয়ারম্যান এস এম শওকত হোসেন (মটর সাইকেল) প্রতিক নিয়ে ছুটে চলেছে নির্বাচনী এলাকায় । তিনিসহ সদর উপজেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা আরো তিনজন এবারের উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়েছে। তারা হলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম মোরশেদ (চিংড়ি মাছ), প্রভাষক সুশান্ত কুমার (আনারস), এ্যাডঃ তামিম আহমেদ সোহাগ(ঘোড়া) প্রতীকে চেয়ারম্যান হওয়ার দৌড়ে অংশ নিয়েছেন।এছাড়া জাতীয় পার্টি থেকে দলীয় সমর্থীত একমাত্র প্রার্থী মশিউর রহমান বাবু (লাঙ্গল) প্রতীক নিয়ে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন নিরলস। আওয়ামী লীগের চারজন প্রার্থীরা অভিন্ন সুরে সাবাই দলীয় কর্মীদের ভোট ও সাধারণ জনগণের ভোটের মাধ্যমে বিজয় অর্জনের ব্যাপারে শতভাগ আশাবাদী।

আওয়ামী লীগের দলীয় ভোট চার ভাগে বিভক্ত হওয়ায় নিজের দলের একক ভোট এবং সাধারন জনগনের ভোটের ব্যাপারে ব্যাপক আশাব্যাক্ত করে মশিউর রহমান বাবু বলেন, সাতক্ষীরার সদরের মানুষ পরিবর্তন চায়। সেই পরিবর্তীত মনুষটি হবে পল্লী বন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদের লাঙ্গলের প্রার্থী। তাই জনগন ভোট দিয়ে আমাকে সাতক্ষীরার অনুন্নত এলাকার কাজ করার সুযোগ করে দিবেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 satkhirachitra.com
Design & Developed BY CodesHost Limited