December 7, 2024, 8:09 am

সাতক্ষীরায় ঢাকা টাইমস-এর এক যুগে পদার্পণ অনুষ্ঠান উদযাপিত

সাতক্ষীরায় ঢাকা টাইমস-এর এক যুগে পদার্পণ অনুষ্ঠান উদযাপিত

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা প্রতিনিধি : ঢাকা টাইমস প্রকাশের শুরুর দিন থেকেই পাঠককে সত্য তথ্য দিয়ে আসছে। এক যুগে পাঠকের মাঝে জনপ্রিয়তা ও আস্থার জায়গা অর্জন করতে সক্ষম হয়েছে এই পত্রিকাটি। তাদের সংবাদ প্রকাশের ধরন দেশের অন্যান্য গণমাধ্যমের চেয়ে ভিন্নতা রয়েছে। মূলত দেশের প্রথিতযশা সাংবাদিক মোহাম্মদ আরিফুর রহমান দোলনের সততা, নিষ্ঠা, ঐকান্তিকতা, যুক্তিবাদী মানসিকতা, দৃঢ় মনোবল, প্রজ্ঞা ও অসাধারণ নেতৃত্বের কারণে এটি সম্ভব হয়েছে।

শনিবার (২৫ মে) বেলা ১১টার দিকে দৈনিক ঢাকা টাইমস এর এক যুগে পদার্পণ উপলক্ষে সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় অতিথিরা এসব কথা বলেন।
সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশু। এতে সম্মানিত অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. নজরুল ইসলাম, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি।

বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি এ্যাড. আবুল কালাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, মোস্তাফিজুর রহমান উজ্জল, প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইয়ারব হোসেন, সাবেক যুগ্ম সম্পাদক গোলাম সরোয়ার, এখন টিভির সাতক্ষীরা প্রতিনিধি আহসানুর রাজীব, ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি শেখ এজাজ আহমেদ স্বপন ও সাতক্ষীরা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ঢাকা টাইমস এর নিজস্ব প্রতিবেদক মো. হোসেন আলী। এতে উপস্থিত ছিলেন দৈনিক কালবেলার সাতক্ষীরা প্রতিনিধি গাজী ফারহাদ, দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার বার্তা সম্পাদক মাজহারুল ইসলাম, হৃদয় বার্তা পত্রিকার নির্বাহী সম্পাদক আলী মুক্তাদা হৃদয়, স্বদেশ প্রতিদিনের হাবিবুর রহমান, সাতক্ষীরা সাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, ভলেন্টিয়ার ফর বাংলাদেশ এর খুলনা বিভাগীয় সাধারণ সম্পাদক সুব্রত হালদার প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, এখন মুহূর্তের সব ঘটনা জানতে চায় মানুষ। আজকের ঘটনা আগামীকাল পত্রিকার পাতায় কেউ দেখতে চায় না। অনলাইন পত্রিকাগুলোর মাধ্যমে ঘটনার সর্বশেষ পরিস্থিতি ও ভিডিও চিত্র দেখতে পান পাঠকরা। সে কারণে প্রিন্টের চেয়ে অনলাইন পত্রিকার জনপ্রিয়তা এখন বেশি। পাঠকের কথা ভেবেই ২০১৩ সালে ঢাকা টাইমস টোয়েন্টি ফোর ডট কমের যাত্রা শুরু হয়, এক যুগে প্রিন্ট ও অনলাইন ভার্সনে ঢাকা টাইমস অভাবনীয় সফলতা অর্জন করেছে, ঢাকা টাইমস এর জন্য শুভ কামনা। অনুষ্ঠানের মধ্যেভাগে সংগীত শিল্পী চৈতালি মুখার্জীর মনোমুগ্ধকর গানে অনুষ্ঠানে যোগ হয় অন্যান্য মাত্রা। অনুষ্ঠান সঞ্চলনা করেন পত্রদূতের নিজস্ব প্রতিনিধি এসএম বিপ্লব হোসাইন।
আলোচনা সভা শেষে কেক কেটে সবাইকে মিষ্টিমুখ করানোর মধ্য দিয়ে ঢাকা টাইমস এর এক যুগে পদার্পণ অনুষ্ঠানের আয়োজন শেষ হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 satkhirachitra.com
Design & Developed BY CodesHost Limited