December 5, 2024, 10:31 pm
শাহ জাহান আলী মিটন,নিজস্ব প্রতিনিধি : আগামী ২৯ মে সদর উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪। নির্বাচন উপলক্ষে সোমবার সকাল ১০ টায় জেলা নির্বাচন কার্যালয়ে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিক বরাদ্দ উপলক্ষে জেলা নির্বাচন কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় খুলনা অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান নির্বাচন আচারণ বিধি সম্পর্কে প্রার্থীদের মাঝে বিস্তারিত আলোচনা করেন এবং আচারণ বিধি মেনে প্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রচারনা চালানোর দিক নির্দেশনা প্রদান করেন। আলোচনা সভা শেষে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক সুশান্ত কুমার মন্ডল খুলনা অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান এর নিকট থেকে তার আনারস প্রতিক গ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন স্বাধীনতা শিক্ষক পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক কালিদাস রায়, সাবেক ছাত্রলীগ ও সাবেক জেলা স্বেচ্ছাসেবলীগ নেতা সাংবাদিক খন্দকার আনিসুর রহমানসহ শত শত কর্মী ও সমর্থকবৃন্দ। প্রতিক গ্রহণ শেষে চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক সুশান্ত কুমার মন্ডল কর্মী-সমর্থকদের নিয়ে শহরের বিভিন্ন স্থানে নির্বাচনী গণসংযোগ করেন।
Leave a Reply