December 7, 2024, 8:32 am
শাহ জাহান আলী মিটন, নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. মশিউর রহমান বাবু বলেছেন, লাঙ্গল মার্কায় ভোট দিলে সাতক্ষীরা সদও উপজেলাবাসী শান্তিতে থাকবে। আপনারা লাঙ্গল মার্কায় আমাকে ভো টদিয়ে জয়যুক্ত করলে আমি আপনাদের বাসযোগ্য ও শান্তিময় সদও উপজেলা উপহার দেব। সোমবার (১৩ মে) রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে প্রতীক পেয়েই শহরের মাস্টার পাড়ায় জেলা জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে দলীয় নেতা-কর্মী ও সাধারণ ভোটারদের সাথে মতবিনিময় কালে তিনি এ কথা বলেন।
পৌর জাতীয় পার্টিও সভাপতি কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা’র সভাপতিত্বে ও জেলা জাতীয় তরুণ পার্টিও আহবায়ক আবু ইয়াসিনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আব্দুস সালাম সরদার, ঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, সদও উপজেলা জাতীয় পার্টিও সভাপতি আনোয়ার জাহিদ তপন, সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল, জেলা জাতীয় পার্টির অর্থ সম্পাদক মো. আশরাফ আলী, পৌর জাতীয় পার্টিও সাধারণ সম্পাদক শেখ আবদুস সাদেক, জেলা জাতীয় পার্টিও সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পী, পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর ও জেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি কায়ছারুজ্জামান হিমেল, জেলা পার্টির দপ্তর সম্পাদক কাজী আমিনুল হক ফিরোজ, প্রচার সম্পাদক কমল বিশ্বাস, জেলা জাতীয় যুবসংহতির সভাপতি আশিকুর রহমান বাপ্পি, পৌর ৪নং ওয়ার্ড জাতীয় পার্টিও সভাপতি কবিরুল ইসলাম বাদশা, জেলা শ্রমিক পার্টির নেতা মাগফুর রহমান প্রমুখ।
Leave a Reply