December 5, 2024, 9:35 pm
রুহুল কুদ্দুস,ধুলিহর প্রতিনিধি:
সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের সুপারীঘাটায় ২২ এপ্রিল সোমবার দুপুরে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় ১ শিশু মারাত্মক জখম হওয়ায় তাৎক্ষণিকভাবে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করার পর তার অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে আরও উন্নত চিকিৎসার জন্য খুলনা আড়াইশ শয্যা হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে বলে খবর পাওয়া গেছে।
জানা গেছে, সুপারীঘাটার রফিকুল ইসলামের পুত্র ওসমান (৫) কে সোমবার দুপুর আনুমানিক আড়াই টার সময় ধুলিহর গ্রামের গফফারের পুত্র সাজ্জাদুর রহমান( ২২)এর মোটরসাইকেলের ধাক্কায় মাথায় মারাত্মক জখম হয়।স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে এবং মোটরসাইকেল ( সাতক্ষীরা হ ১৫-০২৯০)সহ চালক সাজ্জাদুর রহমান শুভ (২২) ধরে ব্রহ্মরাজপুর পুলিশ ফাড়ীতে সোপর্দ করে। ব্রহ্মরাজপুর পুলিশ ফাড়ীর ইনচার্জ এস আই ইসমাইল হোসেন জানান- আটককৃত সাজ্জাদুর রহমানকে মোটরসাইকেলসহ সদর থানায় সোপর্দ করেছি।রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত সময়ে এব্যাপারে সদর থানায় মামলার প্রস্তুতি চলছিল বলে তিনি এ প্রতিনিধিকে নিশ্চিত করেছেনএবং বিকালে সানা পাড়া হামিদ থান্ডার এর দোকান এর সামনে থেকে সুপারীঘাটা ব্রীজ পর্যান্ত অধিকাংশ মহিলা কিশোর কিশোরী শিশু রাস্তায় দাড়িয়ে গল্প করে হর্ন দিলে চোখ মোটা করে তাকায় মনে হয় ওটা ওদের বাপ দাদার তৈরি রাস্তা।এবং এই দুর্ঘটনা ঘটে তখন ওই বাচ্চার মা বাসায় কাজ করতে ছিল।বাচ্চাটা দেখাশোনার জন্য কেউ ছিল না হঠাৎ করে সে পথিমধ্যে রাস্তায় এসে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান মোটরসাইকেলে চালকের কোন দোষ না। এবং একজন ট্রলিচালক বলেন যে এর আগেও একটা দুর্ঘটনা ঘটতে ছিল আমার সাথে কিন্তু আল্লাহতালা সহায় থাকায় আমার সাথে কোন দুর্ঘটনা ঘটেনি আমি এসে গেছি।
Leave a Reply