December 5, 2024, 10:34 pm
তালা(সাতক্ষীরা) সংবাদদাতা:
সাতক্ষীরার তালা উপজেলায় অগ্নিকাণ্ডে সাতটি বাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে আসবাবপত্রসহ কয়েক লক্ষটাকার মালামাল পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্তদের দাবি।
আগুনের সূত্রপাত বা ক্ষয়ক্ষতি কী পরিমাণ হয়েছে, তা তদন্ত সাপেক্ষে বলা যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
স্থানীয় বাসিন্দা আরিফুল ইসলাম জানান, সোমবার বিকাল ৫টা ৩০ মিনিটের দিকে ধলবাড়িয়া গ্রামের আব্দুল গনি শেখের বাড়ি থেকে এই অগ্নি কান্ডের ঘটনা ঘটে। সাথে সাথে একই পরিবারের সুরত আলী শেখ, আমিনুর শেখ,ফারুক শেখের বাড়ি মুহূর্তের মধ্যে আগুনে পুড়ে ছাই হয়ে যায়। আগুন আরো ছড়িয়ে পড়লে পার্শ্ববর্তী আব্দুল গফুর শেখ, ইকরাজ আলী শেখ,আজিবর শেখের বাড়িঘর পুড়ে ভষ্মীভূত হয়ে যায়। স্থানীয়রা তাৎক্ষণিক আগুন নেভানোর চেষ্টা করে। পরে সাতক্ষীরার ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ আনেন।
স্থানীয়দের ধারণা গ্যাস সিলিন্ডারের থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।
Leave a Reply