December 5, 2024, 10:36 pm
চিত্রডেক্স :
সাতক্ষীরায় সোমবার দিনের প্রথমদিকে তাপমাত্রা সামান্য কমলেও দুপুরে তাপমাত্রা বেড়েছে। তবে রাতে কিছুটা কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। আগামী এক সপ্তাহে তাপমাত্রা ফের বেড়ে গরম আরও তীব্র হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা ।
দেশের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ সোমবার (২২ এপ্রিল) থেকে পরবর্তী ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে বলেও তাপপ্রবাহের সতর্কবার্তায় (হিট অ্যালার্ট) জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে বলেও সতর্কবার্তায় জানানো হয়েছে। সোমবার দুপুরে সাতক্ষীরায় তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এজন্য সাতক্ষীরার জনসাধারণকে ঘরের বাইরের কাজকর্মকে সীমিত করতে পরামর্শ দিয়েছেন আবহাওয়া অধিদপ্তর।
রোববার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দিনের তাপমাত্রা কিছুটা কম ছিল। রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গায়। এছাড়া সর্বোচ্চ তাপমাত্রা ঈশ্বরদীতে ৪২, সাতক্ষীরার শ্যামনগরে ৪২,টাঙ্গাইলে ৪০ দশমিক ৪, যশোরে ৪০ দশমিক ২, কুষ্টিয়ার কুমারখালীতে ৪০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।
কিছুদিন ধরেই দেশব্যাপী গরম চরম আকার ধারণ করেছে। কোথাও কোথাও তাপপ্রবাহ তীব্র থেকে অতি তীব্র হয়েছে। গরমে কষ্ট পাচ্ছে দেশের বেশিরভাগ অঞ্চলের মানুষ। তাপমাত্রা কিছুটা কমলেও তাতে স্বস্তি ফেরেনি। সোমবারও দিনের তাপমাত্রা সামান্য কমলেও তাতে খুব বেশি প্রশান্তি মিলবে না বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
Leave a Reply