February 18, 2025, 3:38 pm
আসাদুজ্জামান খান : সাতক্ষীরা মৌচাক সাহিত্য পরিষদের ঈদ পুনর্মিলনী ও বাংলা নববর্ষ উদ্যাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বেলা ১১টায় শহরের কাটিয়াস্থ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি জেলা শাখার কার্যালয়ে ঈদ পুনর্মিলনী ও বাংলা নববর্ষ উদ্যাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌচাক সাহিত্য পরিষদের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. মো. আব্দুল বারী। সংগঠনের সাধারন সম্পাদক কবি ও নাট্যকার আবদুল ওহাব আজাদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও বাংলা নববর্ষ উদ্যাপন উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন মৌচাক সাহিত্য পরিষদের উপদেষ্টা ম-লীর সভাপতি মো. আব্দুর রব ওয়ার্ছী, উপদেষ্টা অধ্যাপক মোজাম্মেল হোসেন, তৃপ্তি মোহন মল্লিক, সহ-সভাপতি আবুল হোসেন আজাদ, শেখ মোশফিকুর রহমান মিলটন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান, কোষাধ্যক্ষ মো. আব্দুল মজিদ, সহ-সাহিত্য সম্পাদক রফিকুল বারী, সহ-সমাজ কল্যাণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. মুছা করিম, মহিলা বিষয়ক সম্পাদিকা শাহানা জামান, কার্যনির্বাহী সদস্য আলমগীর আলোসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এসময় বক্তারা সংগঠনকে আরো গতিশীল করার লক্ষে বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরেন।
Leave a Reply