November 4, 2024, 2:54 pm
আব্দুল করিম,ধুলিহর প্রতিনিধি:
সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের গোবিন্দপুর ঈদগাহ ময়দানে, ইসলামে নাই আমির ফকির ছোট বড় কোন কিছু, এক কাতারে এনেছে সবার যতছিল উচু নিচু। এই৷ স্লোগানকে সামনে নিয়ে
৩ টি জামে মসজিদ ও ১ টি পাঞ্জেগানা মিলে নিধারিত মাঠে বিদ্যালয়ের ওয়াস ব্লক এর কাজ চলমান থাকার কারনে পাশ্ববর্তী ছোট মাঠে জায়গা সংকটে অনেক কষ্টের মধ্যে ঐতিহ্য ধরে রাখতে পবিত্র ঈদুল ফিতরের জামায়াত অনুষ্ঠিত হয়েছে। ঈদগাহ ময়দানে বক্তব্য পেশ করেন, শাহি জামে মসজিদ গোবিন্দপুর এর খতিব মাওঃ মোঃ আব্দুল হাই, আল মদিনা জামে মসজিদের ইমাম মাওঃ মোঃ মুজাহিদুল ইসলাম, গোবিন্দপুর বাজার জামে মসজিদের ইমাম মাওঃ মোঃ আব্দুল করিম, ২ নং ওয়াডের সাবেক মেম্বর, মোঃ আশরাফ হোসেন, ঈদুল ফিতরের নামাজের ইমামতি করেন মাওঃ মোহাম্মদ আলী হবীবি, নিকাহ রেজষ্টার ৮নং ধুলিহর ইউনিয়ন, সর্বশেষ বিশ্ব মুসলিম উম্মাতের ঐক্যবদ্ধ হওয়ার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে দুহাত তুলে মুসলিম উম্মাহ জন্য দেশ ও জাতির কল্যাণ, সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। কোলাকুলির মাধ্যমে ঈদুল ফিতরের
Leave a Reply