December 5, 2024, 11:04 pm
সাতক্ষীরা প্রতিনিধি: সারা বিশ্বের মুসলিম উম্মার সুখ ও সমৃদ্ধি কামনার মধ্যে দিয়ে বৃহষ্পতিবার সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর।
এ উপলক্ষে সকাল সাতটায় সাতক্ষীরা শহরের একাডেমী মসজিদ ইদগাহ ময়দানে ঈদ-উল ফিতরের প্রধান নামাজ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবীর, পুলিশ সুপারসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। জামায়াত পরিচালনা করেন কালেক্টরেট জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা জলিল উদ্দীন।
এছাড়া শহীদ আব্দুর রাজ্জাক পার্ক, সাতক্ষীরা কালেক্টরেট মসজিদ চত্বর, পিএন স্কুল মাঠ, পুলিশ লাইন, কালেক্টর চত্বর, পুরাতন সাতক্ষীরা মদিনা মসজিদ, ছয়আনি জামে মসজিদ, আলিয়া মাদ্রাসা মাঠ, মোসলেমা কিন্ডার গার্ডন মাঠ, সরকারি কলেজ মাঠ, বাটকেখালী ঈদগাহ ময়দান, কাটিয়া শাহী মসজিদ, গড়েরকান্দা উত্তরপাড়া ঈদগাহ, মিয়াসাহেবের ডাঙ্গা ঈদগামাঠ, সুলতানপুর ক্লাবমাঠ, সাতক্ষীরা স্টেডিয়াম, পলাশপোল গুড়পুকুর ঈদগাহ, কুখরালি বলফিল্ড, রসুলপুর ঈদগাহ মাঠ, নলকুড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে, বাজুয়াডাঙ্গা ঈদগাহ মাঠ, বাঁকাল ঈদগাহ মাঠসহ বিভিন্নস্থানে শাপিূর্ণভাবে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়।
Leave a Reply