October 15, 2024, 3:55 am
আনিছুর রহমান (নিজস্ব প্রতিনিধি):সমাজের খেটে খাওয়া দিনমজুর অসহায় মানুষের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছেন কলারোয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন।
মঙ্গলবার সকালে কলারোয়া বাজারস্থ ফেডারেশনের অস্থায়ী কার্যালয় এ সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার সভাপতি মাওলানা রুহুল কুদ্দুসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মশিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ফেডারেশনের প্রধান উপদেষ্টা, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের ভাইস চেয়ারম্যান প্রার্থী সাবেক ইউ.পি চেয়ারম্যান মাওলানা কামরুজ্জামান।
সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সাধারণ সম্পাদক মাওলানা আবু হুরায়রা সহ উপজেলা দর্জি ট্রেড ইউনিয়নে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি মাওলানা কামরুজ্জামান বলেন- এদেশের সকল স্তরের শ্রমজীবী মানুষেরা আজ অবহেলিত এবং মানবেতর জীবনযাপন করছে। এমন পরিস্থিতিতে আমরা মানবতার পাশে দাঁড়িয়ে জনগণের উন্নয়নের মধ্য দিয়েই এদেশে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। শ্রমিক কল্যাণ ফেডারেশন তারই ধারাবাহিকতায় সমাজ সংস্কার ও মানবতার
Leave a Reply