December 7, 2024, 7:52 am
পাটকেলঘাটা থানার নগরঘাটা ইউনিয়নের ত্রিশমাইল থেকে ৩৫ পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে পাটকেলঘাটা থানা পুলিশ। আটককৃত মাদকসেবী ও ব্যবসায়ী নগরঘাটা ইউনিয়নের মিঠাবাড়ি গ্রামের মো. একব্বার আলী শেখের পুত্র মো. আব্দুল জলিল (৩৫)।
বৃহস্পতিবার (২১ মার্চ) বিকাল ৫.৪৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে পাটকেলঘাটা থানার এসআই জর্তিময় মন্ডলের নেতৃত্বে নগরঘাট ত্রিশমাইল মোড়ের আলামিনের পার্টস এন্ড সার্ভিসিং সেন্টারের সামনে থেকে জলিলকে আটক করে।
পাটকেলঘাটা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ইয়াবাসহ জলিলকে থানা পুলিশ আটক করেছে। তার বিরুদ্ধে মাদক মামলা রুজু করে আটককৃত আসামীকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply