November 4, 2024, 1:28 pm
তালা(সাতক্ষীরা) সংবাদদাতা:
সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা থানার ত্রিশমাইল এলাকায় বুদ্ধি-প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের আসামীর শাস্তির দাবীতে সোমবার (১৮মার্চ) সকালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এলাকাবাসীর উদ্যোগে মানব বন্ধনে মেয়ের অভিভাবকসহ স্থানীয় গ্রামবাসী ধর্ষক আলমগীরের বিচার দাবী জানান।
ধর্ষিতার বাবা-মা জানান, গত (২ মার্চ) শুক্রবার বিকালে ধর্ষক আলমগীর বুদ্ধি প্রতিবন্ধী মেয়েটিকে বাড়ির পাশে বাশ বাগানের একটি গর্তে নিয়ে ধর্ষণ করে। এসময় আমরা পাটকেলঘাটা থানায় অভিযোগ করি।
এঘটনায় পাটকেলঘাটা থানায় ৯(১) ২০০০ সালের ধারায় একটি মামলা হয়। এ মামলায় পুলিশ আসামীকে আটক করে জেল-হাজতে প্রেরণ করেন। এঘটনায় মানব বন্ধন থেকে তার পরিবার ও গ্রামবাসীরা ধর্ষকের দ্রুত বিচার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান।
Leave a Reply