November 4, 2024, 2:13 pm

একইদিন দুই বাংলায় ‘হুব্বা’

একইদিন দুই বাংলায় ‘হুব্বা’

দেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম কলকাতাতেও বেশ জনপ্রিয়। সেখানে তার বড় ভক্তকুল তৈরি হয়েছে। এদিকে তিনি কলকাতার আলোচিত নাট্যকার, অভিনেতা ব্রাত্য বসু নির্মিত ‘হুব্বা’ সিনেমায় অভিনয় করেছেন। সম্প্রতি ‘হুব্বা’র ট্রেলার প্রকাশিত হয়েছে। এর ট্রেলার দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন দুই বাংলার মোশাররফ ভক্তরা। এটি চলতি বছরে মুক্তি পাওয়ার কথা ছিল। তবে বিভিন্ন কারণে মুক্তি দেয়া হয়নি। জানা গেছে, আগামী বছর ১৯শে জনুয়ারি ভারতে ‘হুব্বা’ সিনেমাটি মুক্তি পাবে। একইসঙ্গে বাংলাদেশের প্রেক্ষাগৃহেও সিনেমাটি মুক্তি পাচ্ছে এমনটা জানিয়েছেন বাংলাদেশে পরিবেশনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া। সম্প্রতি জাজ মাল্টিমিডিয়া তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে জানিয়েছে, হলিউডে যেমন টম হ্যাঙ্কস আছে, বলিউডে অমিতাভ বচ্চন, শাহরুখ খান আছে, আমাদের আছে একজন মোশারফ করিম।

সেই মোশারফ করিম পশ্চিমবঙ্গের ‘হুব্বা’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন। নব্বই দশকের শেষদিকে উত্থান ঘটে হুগলির ডন খ্যাত হুব্বা শ্যামল নামে এক গ্যাংস্টারের। হুগলি জেলার অপরাধ জগতের একচ্ছত্র ক্ষমতার অধিকারী ছিলেন এই শ্যামল। তাকে হুগলি বা পশ্চিমবঙ্গের দাউদ ইব্রাহিমও বলা হতো। সেই চরিত্রেই এখানে অভিনয় করেছেন মোশাররফ করিম।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 satkhirachitra.com
Design & Developed BY CodesHost Limited