April 3, 2025, 11:21 am
মোঃ খলিল ফারুক : ৩ নাং বৈকারী ইউনিয়ন ওলামা বিভাগ শাখার উদ্ধ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
৩ নাং বৈকারী ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি মাও: গোলাম মোস্তফা সভাপতিত্বে আয়োজিত ইফতার মাহফিলে
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কর্ম পরিষদ সদস্য ও সাবেক সদর আমির মাও :শাহাদাৎ হোসাইন
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাও: আব্দুর সবুর, সভাপতি ওলামা বিভাগ সাতক্ষীরা সদর উপজেলা.মাও মোসলেম উদ্দিন, কর্ম পরিষদ সদস্য সাতক্ষীরা সদর উপজেলা.মাও: আব্দুল ওয়াদুদ, আমির ৪ নাং ঘোনা ইউনিয়ন, মো: জালালউদ্দিন, আমির ৩ নাং বৈকারী ইউনিয়ন. ক্বারী মো: গোলাম রসুল, আমির ২ নাং কুশখালী ইউনিয়ন।
এই ছাড়া ও উক্ত দোয়া মাহফিলে বক্তব্য রাখেন,,মাও: আব্দুল আহাদ, প্রিন্সিপাল খানপুর সিদ্দিকিয়া কামীল মাদরাসা.মুফতি মাও আবুল খায়ের, মিরগীডান্গা. মাও মোশাররফ হোসাইন, সেক্রেটারি ৩ নাং বৈকারী ইউনিয়ন জামায়াতে ইসলামী।
উক্ত দোয়া মাহফিলে ৩ নাং বৈকারী ইউনিয়নের সকল পর্যায়ে আলেমদের মিলন মেলা হয়,,দোয়া অনুষ্ঠানে ৯ টি ওয়ার্ডের সকল আলেম ওলামারা উপস্থিত ছিলেন। সবাই বক্তব্য শেষে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান টি শেষ হয়।
Leave a Reply