March 13, 2025, 9:41 pm

সাতক্ষীরা সদরের আমতলায় খাল পাড় ঘেরের কোটি টাকা আত্মসাতের অভিযোগ

সাতক্ষীরা সদরের আমতলায় খাল পাড় ঘেরের কোটি টাকা আত্মসাতের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নের আমতলায় খাল পাড় ঘেরের পরিচালক ময়না মুন্সি, আওয়ামী লীগ নেতা আবু সাঈদ ও আব্দুর রশিদেন নামে জোর করে ঘের দখল ও কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। ভুক্তভোগি জাহারুল,রবিউল মুন্সিসহ ঘেরের শেয়ার রয়েছে কয়েক জন অভিযোগ করে বলেন,
২০১৭ সালে আওয়ামীলীগ নেতা আবূ সাঈদ এবং অন্যান্য স্বেরাচারের দোসরদের শক্তিকে ব্যবহার করে একই এলাকার জাহারুল ইসলামের নিজস্ব জায়গায় অবস্থিত ঘেরের ভেড়ি ভেঙে দিয়ে নিজেদের দখলে নেওয়ার অভিযোগ রয়েছে এই ময়না মুন্সি ও তার সহযোগীদের বিরুদ্ধে । এছাড়া ঘেরের ভেতরে যার যে পরিমানে জমি আছে সেই অনুপাতে তার ভাগ থাকার কথা থাকলে ও ময়না মুন্সি এবং তার সহযোগীরা প্রভাব খাটিয়ে মন মতো ভাগ রেখেছে জমি মালিকদের। সেখানে সে এবং তার সহযোগীদের সীমিত জমি থাকলে ও বড় একটা শেয়ার নিয়ে বসে আছে। অপরদিকে যাদের বড় পরিসরে জমি আছে তাদের সামান্য একটা শেয়ার দিয়েছে। এছাড়া তার বিরুদ্ধে আওয়ামীলীগ নেতা- কর্মীদের সাথে ঘনিষ্ঠভাবে উঠাবসা করে নানা ধরনের অপকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে। ভুক্তভোগীরা অনতিবিলম্ব উক্ত ঘেরে যাতে তাদের নায্য শেয়ার পায়, তার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। এ বিষয়ে অভিযুক্ত ঘেরের পরিচালক ময়না মুনসী অভিযোগ অস্বীকার করে বলেন, ঘেরের সমস্ত আয় ব্যয় লিপিবদ্ধ রয়েছে। প্রতিবছর শেয়ার মালিকদের নিয়ে দুইবার মিটিং করা হয়। সেখানে সকল হিসাব বুঝিয়ে দেওয়া হয়। এছাড়া শেয়ার অংশের বিষয়ে বলা আছে যাদের জমিতে ফসল হয় না তাদের শেয়ারের শতাংশ একটু বেশি থাকবে, সেই ভাবে বন্টন করা হয়। ঘেরটি সবাই মিলে করা হয় তবে আমাকে পরিচালনার দায়িত্ব দেয়া হয়েছে। সবাই চাইলে আমি পরিচালনায় থাকবো না।অন্যান্য অভিযুক্তদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 satkhirachitra.com
Design & Developed BY CodesHost Limited