March 13, 2025, 7:54 pm
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলার আয়োজনে স্থানীয় সদর উপজেলা সাংবাদিকদের সম্মানে ১ম পর্বের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১১ রমজান বুধবার (১২ মার্চ) সাতক্ষীরা জেলা শহরে আল আমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে ইফতারের আগে রমজান মাসের গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোশাররফ হোসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক । মিডিয়া বিভাগের সভাপতি মাওলানা আনিছুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারী অধ্যাপক ওবায়দুল্লাহ ও প্রভাষক ওমর ফারুক,জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল ওয়ারেছ,সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান,সাতক্ষীরা জজকোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পিপি অ্যাডভোকেট আলমগীর আশরাফ ও জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক,অ্যাডভোকেট আজিজুর রহমান, মাওলানা রুহুল আমিন, দৈনিক সংগ্রাম পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি আবু সাঈদ বিশ্বাস, শাহজাহান আলী, মুজাহিদুল ইসলাম প্রমুখ।এ সময় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply