March 12, 2025, 3:44 am

গোবিন্দকাটি গাঁজা আস্তানায় ইয়াং মুসলিম জেনারেশনের হানা।

গোবিন্দকাটি গাঁজা আস্তানায় ইয়াং মুসলিম জেনারেশনের হানা।

ঝাউডাঙ্গা প্রতিনিধি:: আজ ৮ মার্চ রাত ৮:৩০ মিনিটে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড গোবিন্দকাটি গ্রামে মাঠের ধারে গাঁজাখোরদের আস্তানায় হানা দিয়েছে ঝাউডাঙ্গা মুসলিম জেনারেশনের বিশেষ টিম।

স্পটে গাজা খাওয়া অবস্থায় গাঁজা ও খাওয়ার সরঞ্জাম সহ ৩ জন হাতেনাতে ধরা পড়ে। তারা আর গাঁজা না খাওয়ার প্রতিশ্রুতিতে ছেড়ে দেওয়া হয় এবং গাঁজা সহ সরঞ্জামগুলো ঝাউডাঙ্গা ইয়াং মুসলিম জেনারেশনের টিম সেগুলো নষ্ট করে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 satkhirachitra.com
Design & Developed BY CodesHost Limited