March 12, 2025, 3:47 am
আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আশাশুনির আয়োজনে এবং ব্রাক,বারসিক,বাংলাদেশ ন্যাজারীণ মিশন,NGO-F, UNDP-GCA প্রকল্প সহ ১২টি এনিজওর সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আশাশুনি প্রেসক্লাবের সাবেক সভাপতি জি এম মুজিবুর রহমান,আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কামরুন নাহার কচি। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জিএসি প্রকল্পের আবু হান্নান,বারসিক এনজিওর মাসুম বিল্লাহ,দৈনিক সংগ্রামের আশাশুনি উপজেলা প্রতিনিধি এস,এম মোস্তাফিজুর রহমান,এনজিও প্রতিনিধি আশরাফ হোসেন,আব্দুল্লাহ,মারিয়া খাতুন,নাজমা খাতুন,ডালিয়া খাতুন,কৃষ্ণা রানী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক বিল্লাল হোসেন। অনুষ্ঠান শেষে জিসিএ প্রকল্পের ৫ জন উপকারভোগীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
Leave a Reply