March 12, 2025, 3:46 am
শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা : যাকাতের ব্যাপারে গরিমোশি , মনের সংকীর্ণতা, অনীহা, দুর্বলতা পরিদর্শন করলে বুঝতে হবে তাদের ভেতর শিরকের লক্ষণ আছে।
যাকাত দিতে কেউ অস্বীকার করলে সে কাফের। যারা যাকাত দিতে অস্বীকার করে, এমনকি যাকাতের একটি রশি দিতে অস্বীকার করে তারা মুনাফিক।
সাতক্ষীরায় যাকাত শীর্ষক সেমিনারে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক। ৫ রমজান বৃহস্পতিবার (৬ মার্চ) বিকালে সাতক্ষীরা শহরের আল-আমিন ট্রাস্টের কাযী শামসুর রহমান মিলনায়তনে সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের আয়োজনে যাকাত শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন কুরআনে নামাজের পাশাপাশি যাকাতের কথা উল্লেখ করেছেন।
যাকাত প্রদানের মাধ্যমে মন ও সম্পদ-পবিত্র হয় এবং বরকত বৃদ্ধি পায়। যাকাতের ব্যাপারে তুচ্ছ তাচ্ছিল্য অনিহা প্রদর্শন করা যথাযথ গুরুত্ব প্রদান না করা ইসলামী শরীয়তে এটা কুফর। যাকাতের ব্যাপারে অস্বীকার করা, অনীহা থাকা, দুর্বলতা পরিদর্শন করা এটা ঈমানের চরিত্রের বহির্ভূত কাজ, একটা মানুষের হত্যাযোগ্য অপরাধের কাজ।যাকাত এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় এর ব্যাপারে অনীহা দুর্বলতা পরিদর্শন করলে হত্যাযোগ্য অপরাধ।
বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলা আমীর মাওলানা মোশাররফ হোসেন’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে যাকাত শীর্ষক প্রবন্ধ পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি প্রভাষক ওবায়দুল্লাহ, জেলা কর্মপরিষদ সদস্য সাবেক সদর উপজেলা আমীর মাওলানা শাহাদাৎ হোসেন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাষ্টার হাবিবুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক, জেলা কর্মপরিষদ সদস্য প্রফেসর আব্দুল ওয়ারেছ, শহর আমীর জাহিদুল ইসলাম, সেক্রেটারি খোরশেদ আলম, সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আজাদুল ইসলাম, সহকারী সেক্রেটারি মুহাদ্দিস আলাউদ্দিন, মাওলানা আব্দুস সবুর,প্রফেসর সহিদুর রহমান, মাওলানা মাহফুজ, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আনিছুর রহমান, ড. রুহুল আমিন, মাওলানা আব্দুল হামিদ, মাওলানা মোসলেম আলী, মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা গোলাম রসুলসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।
Leave a Reply