January 7, 2025, 12:21 am
এস এম আব্দুল্লাহ, ঝাউডাঙ্গা প্রতিনিধি :: ঝাউডাঙ্গায় নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জানুয়ারি) সকাল ১০ টায় সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা আলহেরা মডেল একাডেমীর অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলহেরা মডেল একাডেমীর অধ্যক্ষ মোঃ আজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর ও মেরিন ইঞ্জিনিয়ার মোঃ জাবিদ ইকবাল এবং আমেরিকা থেকে ভার্চুয়াল বক্তব্য প্রদান করেন আলহেরা মডেল একাডেমীর চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান গাজী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহেরা মডেল একাডেমীর প্রধান উপদেষ্টা মাস্টার আনিস উদ্দিন, ঝাউডাঙ্গা মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওঃ আব্দুল বারী, প্রফেসর আব্দুর রহিম, ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান, মাস্টার আব্দুল ওহাব প্রমুখ।
অভিভাবক, প্রতিষ্ঠানের সকল শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মোঃ আবু সালাম।
Leave a Reply