January 3, 2025, 3:43 am
শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা : মানুষের জন্য ফাউন্ডেশন ও ক্রিশ্চিয়ান এইড এর সহযোগিতায় এবং আরা সাতক্ষীরার বাস্তবায়ন সাতক্ষীরায় নারী সুরক্ষা ফোরামের বার্ষিক শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) সকালে সাতক্ষীরা সদর উপজেলার কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। আরা সাতক্ষীরার নির্বাহী পরিচালক শেখ আবুল কালাম আজাদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ। আরা সাতক্ষীরার প্রকল্প সমন্বয়কারী আব্দুর রশিদ’র সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আবুল কালাম আজাদ,মহিলা অধিদপ্তর সাতক্ষীরার প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, আরা সাতক্ষীরার সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ । এসময় আরো উপস্থিত ছিলেন আরা সাতক্ষীরার সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনছারুজ্জামান ,পৌর নারী ফোরামের উপদেষ্টা প্রভাষক দিলারা আক্তার, সাতক্ষীরা পৌরসভার কনজারভেন্সী ইন্সপেক্টর মো. ইদ্রিস আলী,আরা সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী সহ সাংবাদিক ও নারী সুরক্ষা ফোরামের বিভিন্ন এলাকায় নেতৃবৃন্দ।
Leave a Reply