January 3, 2025, 3:19 am
মাসুদ রানা : ৩১ শে ডিসেম্বর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে যাত্রার উদ্দেশ্যে ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর এবং জেলা শাখার সদস্য ভাইয়েরা রওনা হয়েছে।
৩০ শে ডিসেম্বর (সোমবার) সকাল ৯ টা ৩০ মিনিটে সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর অফিস চত্বরে ছাত্রশিবিরের সাতক্ষীরা জেলা সভাপতি মোঃ ইমামুল ইসলাম এর সঞ্চালনায় এবং ছাত্রশিবির সাতক্ষীরা শহর সভাপতি আল মামুনের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে সাতক্ষীরার সদস্য ভাইদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বার্তা এবং নসিহা পেশ করেন বাংলাদেশে জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা আমীর, উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াত ইসলামী সাতক্ষীরা জেলা নায়েবে আমীর শেখ নুরুল হুদা, জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলা সেক্রেটারি মাওঃ হাবিবুর রহমান, ছাত্রশিবিরের সাবেক সাতক্ষীরা শহর সভাপতি অ্যাডঃ আবু তালেব, সাবেক শহর সভাপতি মোঃ আনিসুর রহমান প্রমুখ।
প্রধান অতিথি উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির একটি সুশৃংখল এবং আদর্শিক সংগঠন। দীর্ঘ ১৬টি বছর স্বৈরাচারের জুলুম নির্যাতন, নিপীড়নের কারণে কেন্দ্রীয় সদস্য সম্মেলন সরাসরি অনুষ্ঠিত হয়নি। যেহেতু আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন সরাসরি সম্মেলনে উপস্থিত হওয়ার ;সেহেতু প্রত্যেকে সদস্য নতুনভাবে শাহাদাতের তামান্না এবং নিজের জীবনকে একজন জান্নাত উপযোগী মানুষ হিসেবে গড়ে তোলার দৃঢ় সংকল্প নিয়ে ফিরে আসবে।
তিনি আরো বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের হাত ধরেই আগামীর নেতৃত্ব আসুক এটা আমাদের সকলের কাম্য ।এজন্য ছাত্র শিবিরের প্রত্যেক সদস্য ভাইকে আগামীর বৈষম্যহীন রাষ্ট্র গঠনে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
Leave a Reply