January 2, 2025, 2:29 pm
আরিফ হোসেন রনি: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার আলিপুর সাংগঠনিক থানা শাখার কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।
২৭ শে ডিসেম্বর ( শুক্রবার) সকাল ৭:৩০ মিনিটে ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার অধঃস্তন আলিপুর থানা শাখার অফিস কক্ষে কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়।আলিপুর থানা ছাত্রশিবির সেক্রেটারি সাইবুর রহমানের সঞ্চালনায় সভাপতি সাকিবুল ইসলামের সভাপতিত্বে দারসুল কুরআন পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলা শূরা ও কর্মপরিষদ সদস্য মাওঃ শফিকুল ইসলাম।
কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি,বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার অফিস সেক্রেটারি মাওঃ রুহুল আমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর সভাপতি মোঃ আল মামুন শহর সেক্রেটারি মোঃ মেহেদী হাসান, অফিস সম্পাদক মোঃ নুরুন্নবী, অর্থ সম্পাদক মোঃ আরিফ বিল্লাহ, গবেষণা ও ক্রীড়া সম্পাদক মোঃ মনিরুল ইসলাম প্রমুখ।
এ সময় অতিথিরা বলেন, আমরা দীর্ঘ ১৬ টি বছর উন্মুক্ত পরিবেশে কথা বলার সুযোগ পায়নি।আজ যেহেতু আল্লাহ তাআলার সুযোগ করে দিয়েছেন এজন্য আমাদের এই সুযোগ কাজে লাগিয়ে সামনের দিকে অগ্রসর হতে হবে। আর এই জন্য দরকার একদল যোগ্য কর্মী বাহিনী। আজকে এখানে যে সকল কর্মী ভাইয়েরা উপস্থিত হয়েছে প্রত্যেকে ব্যক্তি গঠন এবং মান উন্নয়নের ব্যাপারে সর্বাত্মক প্রচেষ্টা চালানো। প্রত্যেক কর্মীদেরকে খালিদ বিন ওয়ালিদ,ওমর বিন খাত্তাব, হযরত বেলাল, হযরত খাব্বাব, হযরত খোবায়েব এর জীবনী থেকে শিক্ষা নিয়ে জীবন গঠন করতে হবে।
বক্তারা আরো বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির একটি সুশৃংখল এবং আদর্শিক সংগঠন। প্রত্যেক কর্মী ভাইদেরকে ঈমানের বলে বলিয়ান হয়ে ময়দানে কাজ করতে হবে এবং শাহাদাত ও ত্যাগের নাজরানা পেশ করার মাধ্যমে ইসলামী সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। প্রত্যেক কর্মী ভাই যদি ঈমানী ও চারিত্রিক শক্তির সর্বোচ্চ মানে পৌঁছাতে পারে তাহলে আল্লাহর জমিনে ইসলামী রাষ্ট্র কায়েম হবে এবং সেটা ইসলামী ছাত্রশিবিরের হাত ধরেই আসবে ইনশাল্লাহ।
Leave a Reply