January 2, 2025, 12:23 pm

উপকূলীয় অঞ্চলের জলবায়ু ও জেন্ডার ন্যায্যতা সহ বিভিন্ন বিষয়ে জেলা পর্যায়ে সংলাপ অনুষ্ঠিত

উপকূলীয় অঞ্চলের জলবায়ু ও জেন্ডার ন্যায্যতা সহ বিভিন্ন বিষয়ে জেলা পর্যায়ে সংলাপ অনুষ্ঠিত

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা :উপকূলীয় অঞ্চলের জলবায়ু ও জেন্ডার ন্যায্যতা, ইকোসিস্টেম (বাস্তুতন্ত্র) ব্যবস্থাপনা, আবহাওয়া ও জলবায়ু পরিবর্তন জনিত ক্ষয়ক্ষতি পুনরুদ্ধার এবং ইউনিয়ন পরিষদের স্ট্যান্ডিং কমিটিসমূহ শক্তিশালী করণে “জেলা পর্যায়ে সংলাপ”শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

রোববার (২৯ ডিসেম্বর) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ব্রেকিং দ্য সাইলেন্স এর বাস্তবায়নে অক্সফ্যাম ইন বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ান এইড এর সহায়তায় “ব্লু ইকোনমি এন্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্লাইমেট জাস্টিস (BID4CJ)” প্রকল্পের মাধ্যমে উক্ত “জেলা পর্যায়ে সংলাপ” অনুষ্ঠিত হয়।
ব্রেকিং দ্য সাইলেন্স (কর্মসূচি ও পরিকল্পনা) পরিচালক মোহাম্মদ জাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদ। ব্রেকিং দ্য সাইলেন্স সাতক্ষীরার অফিস ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম’র সঞ্চালনায়
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) বিষ্ণপদ পাল,জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, সিভিল সার্জন অফিসের সিনিয়র শিক্ষা ও স্বাস্থ্য কর্মকর্তা পুলক চক্রবর্তী, মহিলা বিষয়ক
অধিদপ্তরের সাতক্ষীরার ডিডি (অতিরক্তি দায়িত্ব) নাজমুন নাহার, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, ইউথ প্রতিনিধি ও সাংবাদিক বৃন্দ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 satkhirachitra.com
Design & Developed BY CodesHost Limited