December 28, 2024, 9:50 am
শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা :সাতক্ষীরা সদর উপজেলার ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়ানের মাছখোলা হাজী শামসুদ্দিন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা আয়োজনে বদরী সদস্য সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(২৭ ডিসেম্বর) দুপুরে হাজী শামসুদ্দিন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এ বদরী সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়। হাজী শামসুদ্দিন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সভাপতি মোঃ রুহুল আমিন’র সভাপতিত্বে ও হাফেজ মাওলানা মোঃ হাবিবুর রহমান’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) ড. মোঃ আতিকুস সামাদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপি জেলা কমান্ডার (অবঃ) মোঃ আতাউর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী Tvs Motors চুপনগর’র স্বত্বাধিকারীরা মো. মিজানুর রহমান , বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এস এম বদিউজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আমিনুর রহমান। এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন হাজী শামসুদ্দিন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সেক্রেটারী মনিরুজ্জামান মনি।মাদ্রাসা সার্বিক বিষয়ে বক্তব্য রাখেন আব্দুস সাত্তার। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন অত্র প্রতিষ্ঠান শিক্ষক হাফেজ ক্বারী মোঃ দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন বাংলাদেশ আনসার ও ভিডিপির ডি ডি (অবঃ) এ. টি. এম. আনিছুর রহমান। এ সময় মেধাবী ছাত্রদের বার্ষিক পরীক্ষার পুরস্কার ও সম্মানিত অতিথিদের সম্মমনা ক্রেস্ট প্রদান করা হয়।
Leave a Reply