December 22, 2024, 3:54 am
আব্দুল করিম,নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার হিফজুল কুরআন বিভাগের ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে আলোচনা সভা, দস্তরবন্দি, সম্মাননা প্রদান ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার হিফজুল কুরআন বিভাগের আয়োজনে শনিবার ( ২১ ডিসেম্বর) রাতে সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার হিফজুল কুরআন বিভাগে অনুষ্ঠিত হয়। প্রাক্তন ছাত্র কুশলিয়া দারুল সুন্নাত দাখিল মাদ্রাসার সহকারি সুপার হাফেজ মাওঃ ইয়াছিনুর রহমান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল , জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মুহাদ্দিস আবুর খায়ের, সাতক্ষীরা আলিয়া কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মুফতি আখতারুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মোঃ আব্দুল খালেক, বিশিষ্ট বক্ষব্যধি চিকিৎসক ডাঃ এম এ কবির, বিশিষ্ট সমাজ সেবক কে এম সেকেন্দার আলী,সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার হিফজুল কুরআন বিভাগের প্রতিষ্ঠাতা শিক্ষক আলহাজ্ব হাফেজ মাওঃ মোঃ খায়রুল বাশার। এ সময় ১১ জন দস্তারবন্দী বা কুরআনের হিফজ শেষ করায় তাদের পাগড়ী প্রদান করা হয়।
Leave a Reply