December 21, 2024, 3:59 pm
জাহিদুল বাসার, ধুলিহর :
ধুলিহর ইউনিয়নের ৪নং ওয়াডে যুব বিভাগের কমিটি গঠন হয়েছে।শুক্রবার(২০ ডিসেম্বর)রাতে ধুলিহর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি আব্দুল করিম’র সভাপতিত্বে ও সহসভাপতি মোঃ বায়জিদ বোস্তামির তত্ত্বাবধানে কমিটি ঘোষণা করা হয়।
সভাপতি মোঃ আল মাসুম, সহ সভাপতি রাহুল হোসেন, ইমন হসেন, সাধারণ সম্পাদক মোঃ হুজাইফা, সহসেক্রেটারি নাইম গোসেন, জাকির হোসেন, অন্যান্নরা হলেন তামিম, ফুহাদ, সাহেদ, রাসেল, মামুর, রাকিবুল সহ ১৭জন বিশিষ্ট কমিটি গঠন হলো। এসময় উপস্থিত ছিলেন সভাপতি আছাদুল ইসলাম, ১ ওয়াডের সেক্রেটারি জাহিদুল ইসলাম, জামায়াতে ইসলামীর ৪নং ওয়াডের সভাপতি আব্দুস সালাম, সেক্রেটারি তৈয়েবুর রহমানসহ সকল পর্যায়ের দায়িত্বশীল।
Leave a Reply