December 21, 2024, 4:11 pm
শাহ জাহান আলী মিটন,সাতক্ষীরা : সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, টি- টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । সোমবার (১৬ ডিসেম্বর) বেলা ১১ টায় সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আনিছুর রহমানের সভাপতিত্বে বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক (দিবা) চলতি দায়িত্ব ওয়াহিদা সুলতানা, সিনিয়র শিক্ষক মমতাজ হোসেন, সিনিয়র শিক্ষক শফিউল ইসলাম, মোহাম্মদ হাবিবুল্লাহ, বাবুল স্বর্ণকার, উযায়ের হোসেন, খোরশেদ আলম, সহকারি শিক্ষক ফাতেমা নাসরিন, জান্নাতুল ফেরদৌস প্রমুখ। আলোচনা সভা শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারাধন কুমার আইচ শুভ ও শিক্ষক উযায়ের হোসেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র শিক্ষক বাবলু স্বর্ণকার।
##
Leave a Reply