December 21, 2024, 3:44 pm
শাহ জাহান আলী মিটন,সাতক্ষীরা : সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, টি- টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । সোমবার (১৬ ডিসেম্বর) বেলা ১১ টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম টুকুর সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (প্রভাতি) মো. সিরাজুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক (দিভা) মো. মতিউর রহমান, শিক্ষক শেখ মোস্তাফিজুর রহমান, শেখ মোবাশ্বেরুর রহমান, কানাইলাল মজুমদার, আব্দুর রউফ, আবুল হাসান, ইয়াহিয়া ইকবাল, গাজী মমিনউদ্দিন প্রমুখ। এ সময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
##
Leave a Reply