December 21, 2024, 3:49 pm
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা: ৫৪তম মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় র্যালী ও পথসভা করেছে সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যান ফেডারেশন।
সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় র্যালীটি সাতক্ষীরা শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয় ।
বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন সাতক্ষীরা জেলা সভাপতি সুজায়েত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রমিক কল্যান ফেডারেশনের সাতক্ষীরা জেলার প্রধান উপদেষ্টা উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল । সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ আব্দুল গফ্ফার’র সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা শেখ নুরুল হুদা, মাওলানা আজিজুর রহমান, সাবেক সভাপতি এ্যাড. আজিজুল ইসলাম, এ্যাড. আব্দুস সুবহান মুকুল,মোঃ আমজাদ হোসেন, সদর উপজেলার সভাপতি আবু হোসেন, শহর সভাপতি মাস্টার মেহেরুল্লাহ,শহর সেক্রেটারি ইকবাল হোসেন, ভোমরা স্থলবন্দরের শ্রমিক ইউনিয়নের আহবায়ক লুৎফর রহমান, বনি আমিন প্রমুখ।
Leave a Reply