December 21, 2024, 4:04 pm
রুহুল কুদ্দুস, ধুলিহর : ধুলিহর ইউনিয়ন জামায়াতের যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) বিকালে হযরত আবু বকর সিদ্দিক (রা.) ইসলামিয়া কামিল মাদ্রাসার হল রুমে এ যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। ধুলিহর ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি মাওলানা আব্দুল করিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা যুব বিভাগের সভাপতি ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী প্রভাষক ওমর ফারুক। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা ইউনিট সদস্য মাওলানা মোহাম্মদ আলী হাবিবী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোশাররফ হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা সদর উপজেলা সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুস সবুর, উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি মাওলানা রবিউল ইসলাম, সাতক্ষীরা সদর উপজেলার যুব বিভাগের সেক্রেটারী মো: আশরাফুল ইসলাম বুলু,বাংলাদেশ জামায়াতে ইসলামীর ধুলিহর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুস সালাম, সেক্রেটারী মো রবিউল ইসলাম, অধ্যাপক মাওলানা মনিরুল ইসলাম বিলালী,
যুব বিভাগের সহ সভাপতি বায়জিদ,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জাহানাবাজ মাদ্রাসা শাখার সেক্রেটারি হাফেজ আল আমিন বোস্তামি সহ বিভিন্ন ওলামায়ে কেরাম।এসময় বক্তারা বলেন, ইসলাম প্রতিষ্টায় যুবকদের ভুমিকার ব্যাপারে গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরা হয়।যুব সমাজকে ইসলামী আন্দোলনের জন্য প্রস্তুত করতে হবে, তা না হলে আগামীর যুবকদের আমাদের কে জবাবদিহী করতে হবে।যুবকদের হিলফুল ফুজুল সংগঠনের ন্যায় ঐক্যবদ্ধ করতে হবে। যাতে আগামীর দিনগুলো ইসলামের জন্য সহজ হয়ে যায়।
Leave a Reply