December 21, 2024, 4:21 pm
ফিংড়ী প্রতিনিধি ॥ ১৫ ডিসেম্বর রবিবার রাতে ফিংড়ী ইউনিয়নের গাভা কালী মন্দিরে কালী পুজা উদযাপন হয়েছে
শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব কালীপুজা। নিরাপত্তার সাথে নিরবিচ্ছিন্নভাবে হিন্দু ধর্মাবলম্বীরা পুজা যাতে পালন করতে পারে এবং কোন দুষ্কৃতিকারীরা যেন কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটানোর সুযোগ না নিতে পারে সেই লক্ষ্যে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের গাভা সার্বজনীন মহাশ্মশান শিব ও কালী পূজা মন্দির পরিদর্শন করেছেন সাতক্ষীরা উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ। পরিদর্শন কালে সাবেক ফিংড়ী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মাস্টার হাবিবুর রহমান বলেন আমাদের দেশে হিন্দু মুসলিম একসাথে বসবাস করি পাশাপাশি থাকি এটা বিশ্বের কোথাও নেই।হিন্দু ভাইদের প্রতি আমাদের একটা অনুরোধ থাকবে দেশে দাঙ্গা হাঙ্গামা তৈরি করার জন্য একটি বিশেষ মহল উঠে পরে লেগেছে সেই দিকে আপনারা দৃষ্টি রাখবেন। কোন অপশক্তি যেন আমাদের শান্তি বিনিষ্ট করতে না পারে,সে ব্যাপারে অবশ্যই খেয়াল রাখবেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামাতের নায়েবে আমীর মাওলানা আজাদুল ইসলাম। ফিংড়ী ইউনিয়ন জামায়াতের আমির শাহিন-উজ-জামান।
ইউনিয়ন জামাতের সেক্রেটারি মাওলানা জুম্মান আলী। ফিংড়ী ইউনিয়নের যুব বিভাগ সেক্রেটারি হেলাল উদ্দিন ইউনিয়ন জামায়াতের সহঃ সেক্রেটারি মাওঃ আঃ মুমিন পূজা মন্দিরের সভাপতি শ্রী জগবন্ধু সরদার সহ অন্যান্য জামায়াতে নেতৃবৃন্দ
Leave a Reply