December 21, 2024, 4:00 pm
শরিফুল ইসলাম,কুশখালী প্রতিনিধি:বৈকারী কুশখালী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
১৪ (ডিসেম্বর) সাতক্ষীরা সদরের সিকড়ী হাইস্কুলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ ওহিদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মোঃ তোতাউর রহমান,বনি আমিন,হাবিবুল্লাহ রনি,আবু সুলাইমান,রফিকুল ইসলাম, সবুর হোসেন,শরিফ সহ শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন শিক্ষক বৃন্দ। এ সময় বক্তব্যে বলেন। শহীদ বুদ্ধিজীবী দিবস জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ দিবস। বুদ্ধিজীবীরা একটা জাতিকে জাগ্রত রাখে। পাকিস্তানিরা এ দেশের হাজার বছরের কৃষ্টি কালচার নিয়ে গবেষণা করে বুঝতে পেরে। তাই তারা সেদিন এদেশের বুদ্ধিজীবীদের নির্মাম ভাবে হত্যা করেছিল।তরুণদের দেশ প্রেমের আহব্বান করে তিনি বলেন এদেশে যুবকদের দেশপ্রেম জাগ্রত হতে হবে। আলোচনা শেষে শহীদদের রূহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দেশ ও জাতির মঙ্গল কামনায় আল্লাহ সুবহানু ওয়া তায়ালার কাছে দোয়া করা হয়
Leave a Reply