December 21, 2024, 4:06 pm
ওসমান গনি, বাঁশদহা:
সাতক্ষীরা সদরের ১নং বাঁশদহা ইউনিয়নের রেউই বাজার জামায়াত অফিসে গ্রাম ডাক্তারদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয় ।উক্ত আলোচনা সভা পরিচালনা করেন ভি, ডি,এফ,সেক্রেটারী ডাঃ আরিজুল হক ।সভাপতিত্ব করেন ইউনিয়ন ভি ডি এফ সভাপতি ডাঃ ইব্রাহীম হোসেন ।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াত নায়বে আমির মাওঃ ইব্রাহীম হোসেন ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী ডাঃ ওসমান গনি ।ইউঃ পেশাজীবি সভাপতি হাফেজ জাহাঙ্গীর আলম ।ইউঃ পেশাজীবি সেক্রেটারী মাওঃ আদম সফিউল্লাহ ।আরও উপস্থিত ছিলেন ।ভি,ডি,এফের ইউঃ সহসভাপতি ডাঃ মোকলেছুর রহমান ।সহকারী সেক্রেটারী ডাঃ নাওয়াজ শরীফ ।ক্যাশিয়ার ডাঃ আইয়ুব আলি ।আলোচনা সভায় আলোচকরা বলেন ডাক্তারী পেশা এক মহান পেশা ।এখানে মানুষকে সেবা করতে হবে জুলুম নয় ।
Leave a Reply