December 11, 2024, 11:26 pm
মুহাম্মদ হাফিজ :সড়ক দুর্ঘটনায় আহত সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী ইউনিয়নের সাংবাদিক শরিফুল ইসলাম ও কুশখালী ইউনিয়নের মুজাহিদ হোসেনকে দেখতে গেলেন সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ।
বুধবার (১১ ডিসেম্বর) দিবাগত রাতে আহত সাংবাদিকের পাশে গিয়ে তাদের খোজখবর ও আর্থিক সহয়তা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদ এর সভাপতি জাতীয় দৈনিক গণজাগরণ পত্রিকার জেলা প্রতিনিধি মো. আনিসুর রহমান ও সাধারণ সম্পাদক জাতীয় দৈনিক জবাবদিহি পত্রিকার জেলা প্রতিনিধি শাহ জাহান আলী মিটন,সহ-সভাপতি সাংবাদিক আলমগীর হোসেন, সাংস্কৃতিক সম্পাদক দৈনিক দিনের আলো পত্রিকার জেলা প্রতিনিধি আসাদুজ্জামান খান, সমাজ কল্যাণ সম্পাদক দৈনিক বাংলাদেশ খবর প্রতিদিন এর জেলা প্রতিনিধি মুহাম্মদ হাফিজ প্রমুখ।
উল্লেখ্য ১০ই ডিসেম্বর( মঙ্গলবার) সাতক্ষীরায় শহরে একটি প্রোগ্রাম শেষে সন্ধ্যায় মোটরসাইকেলে বাড়ি আসার সময় সাতানী এলাকায় পৌছালে হঠাৎ একটি ছাগলের সাথে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এ সময় দুইজন মারাত্মক আঘাত প্রাপ্ত হয়।
Leave a Reply