December 11, 2024, 11:59 pm

সংখ্যালঘুদের ওপর মিথ্যা নির্যাতনের অভিযোগে সাতক্ষীরা ভোমরা স্থলবন্দরে আমদানি—রপ্তানি বন্ধ: ৫ ঘণ্টা পর স্বাভাবিক

সংখ্যালঘুদের ওপর মিথ্যা নির্যাতনের অভিযোগে সাতক্ষীরা ভোমরা স্থলবন্দরে আমদানি—রপ্তানি বন্ধ: ৫ ঘণ্টা পর স্বাভাবিক

আবু সাইদ বিশ্বাস: সাতক্ষীরা: বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর মিথ্যা নির্যাতনের অভিযোগে ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দরের প্রধান সড়ক অবরোধ করায় সাতক্ষীরা ভোমরা স্থলবন্দরে আমদানি—রপ্তানি বন্ধ হওয়ার ৫ ঘণ্টা পর স্বাভাবিক হয়। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল থেকে ভোমরা স্থলবন্দরে আমদানি—রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যায়। সেইসঙ্গে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপারও বন্ধ হয়ে যায়। তবে সাড়ে ৫ ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়ায় বিকেল সাড়ে ৩টার দিকে বন্দরে গাড়ি ঢোকা শুরু হয়। দুপুর ২টা থেকে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার শুরু হয়। এদিকে সকাল থেকে ইমিগ্রশনের কার্যক্রম বন্ধ থাকায় দূর—দূরান্ত থেকে আগত ভারতগামী পাসপোর্টধারী যাত্রীরাও পড়েছিলেন বিপাকে। ঘোজাডাঙ্গা অবরোধের খবর তাদের কাছে না থাকায় বাড়ি থেকে ভারতের উদ্দেশে বের হয়েছিলেন তারা। ভারতে যাওয়ার জন্য আসা আবেদ আলী বলেন, ঘোজাডাঙ্গা অবরোধের খবর আমার জানা ছিল না। তাই ভারতে যাওয়ার জন্য ভোমরায় এসেছি। ভোমরায় এসে দেখি ইমিগ্রেশনের কার্যক্রম বন্ধ। কাজেই আজ ফেরত যাওয়া ছাড়া পথ নেই।
ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট ইনচার্জ মোল্যা মো. নকীবুল্লাহ বলেন, পাসপোর্টধারী সকাল ১০টা থেকে দুপুর ২টা পযর্ন্ত বন্ধ ছিল। ২টার পর যাত্রী পারাপার স্বাভাবিক হয়। সন্ধ্যা ৭টা পর্যন্ত চলমান থাকবে। এদিকে ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দরের প্রধান সড়ক অবরোধ করায় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আমদানি—রপ্তানি বন্ধ হয়ে যায়। এছাড়া বন্ধ রয়েছে ইমিগ্রেশনের কার্যক্রম। এতে পণ্য পরিবহনে স্থবিরতাসহ যাত্রী পারাপারও বন্ধ হয়ে যায়। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগে দু’দেশের মধ্যে বানিজ্য বন্ধের দাবিতে এ অবরোধের ডাক দেয় পশ্চিমবঙ্গ বিধান সভার বিরোধী দলীয় নেতা ও বিজিপি’র বিধায়ক শুভেন্দু অধিকারী।
ভোমরা স্থলবন্দর সূত্রে জানা যায়, এ বন্দর দিয়ে গড়পড়তায় ২ শ’ ৫০ ট্রাক পণ্য আমদানি—রপ্তানি হয়। বর্তমানে পাথর,চাউল ও পেঁয়াজের ট্রাক বেশি আমদানি হচ্ছে। আর অল্প পরিমানে রপ্তানি হচ্ছে জুস,কুড়োর তেল ও গার্মেন্টস সামগ্রী ।
ভোমরা স্থলবন্দরের ব্যবসায়ী দীপঙ্কর ঘোষ জানান, বাংলাদেশের সাথে আমদানি—রপ্তানি বন্ধের দাবিতে মঙ্গলবার ঘোজাডাঙ্গা অবরোধের ডাক দিয়েছিলেন পশ্চিমবঙ্গ বিধান সভার বিরোধী দলীয় নেতা। এর অংশ হিসেবে ঘোজাডাঙ্গায় প্রধান সড়কে মঞ্চ তৈরি করে সমাবেশ হয়। এতে ভোমরা স্থলবন্দরের আমদানি—রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যায়। এদিকে ইমিগ্রশনের কার্যক্রম বন্ধ থাকায় দূর—দূরান্ত থেকে আগত ভারতগামী যাত্রীরাও পড়েছেন বিপাকে। ঘোজাডাঙ্গা অবরোধের খবর তাদের কাছে না থাকায় বাড়ি থেকে ভারতের উদ্দেশ্যে বের হয়েছেন তারা। এবিষয়ে পাটকেলঘাটার আবেদ আলী জানান,‘‘ ঘোজাডাঙ্গা অবরোধের খবরতো আমার জানা ছিলনা। তাই এসেছি। ভোমরাতে এসে দেখি ইমিগ্রেশন বন্ধ। ফেরত যাওয়া ছাড়া পথ নেই। ’’ ভোমরা স্থলবন্দরের আমদানি—রপ্তানিকারক সমিতির সভাপতি অহিদুল ইসলাম বলেন,‘‘ অবরোধ উঠে যাওয়ার আশা করছি আজ বিকেলেই। তখন হয়ত আমদানি—রপ্তানি কার্যক্রম শুরু হবে। ’’

আবু সাইদ বিশ^াস
সাতক্ষীরা
১০,১২,২৪


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 satkhirachitra.com
Design & Developed BY CodesHost Limited