December 11, 2024, 11:46 pm
নিজস্ব প্রতিনিধি:মোসলেমা আদর্শ একাডেমির উদ্যোগে অভিভাবক ও সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৭ডিসেম্বর শনিবার সকাল সাড়ে ৯টায় শহরের মুন্সিপাড়াস্থ মোসলেমা আদর্শ একাডেমী মাঠ চত্ত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানটির সভাপতি মুহাদ্দিস আব্দুল খালেক।
অভিভাবক ও সুধি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,
সাতক্ষীরা সরকারী কলেজের অধ্যক্ষ আবুল হাশেম, আগরদাড়ি আমিনিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাদ্দিস রবিউল বাশার, মোসলেমা আদর্শ একাডেমির কার্যনির্বাহী কমিটির সহঃসভাপতি উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, অধ্যাপক ওমর ফারুক।
সমাবেশে অন্যান্যের মধ্যে, উপদেষ্টা জাহিদুল ইসলাম, খোরশেদ আলম, শাকিল আহসান পলাম, সাবেক অধ্যক্ষ আব্দুল গফফর,অধ্যক্ষ কামাল হোসেন আইনুল ইসলাম নান্টা, অধ্যক্ষ নুর মোহাম্মদ, ফখরুল হাসান লাভলু, মুফতি আখতারুজ্জামান উপস্থিত ছিলেন। সমাবেশে শিশু শিল্পি ওসমান গনির গাওয়া একটি কাওয়ালি গান সকলের নজর কাড়ে।
Leave a Reply